কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জানুয়ারি: ১৭ জানুয়ারি রবিবার দাসপুর ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সম্মেলন হল। সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন হয়। এরপর একটি বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে। ১০টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ওই সংগঠনের কর্মীরা এই সম্মেলনে ছিলেন।এই সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায় নিয়ে আসা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার শপথ নেওয়া হয়। সম্মেলনে বিজেপির তীব্র সমালোচনা করে কেন্দ্রের কৃষক বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেন বক্তারা।
সম্মেলনে ছিলেন তৃণমূল কংগ্রেসের দাসপুর ১ব্লকের সভাপতি সুকুমার পাত্র, দাসপুর বিধায়ক মমতা ভুঁইঞা, ওই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, জেলা টিএমসিপির সহ সভাপতি সৈয়দ মিলু, ওই ব্লকের যুব সভাপতি সন্দীপ দিকপতি সহ অন্যান্যরা।