রাজনৈতিক সভা করতে পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উজ্জিবীত তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ১৭ জানুয়ারি: শীতে যুবুথুবু না থেকে ভোটের আগে ওয়ার্ম আপ শুরু করল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। আড়ষ্ঠ হয়ে না থেকে নিজেদের গড় বাঁচাতে তৎপরতা বাড়াতে উদ্যোগী হল তারা। এই চাঙ্গা করার উপলক্ষ্য হল দলীয় সুপ্রিমোর জেলা সফর। পুরুলিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার দুপুরে পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমুড়া স্কুল ফুটবল ময়দানে রাজনৈতিক জনসভা করবেন। সেখান থেকে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস করে
পরদিন বেলার দিকে পুরুলিয়া সফর শেষ করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সফরের যথেষ্ট তাৎপর্য রয়েছে জেলার রাজনীতিতে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়নি ঠিকই, কিন্তু বিরোধী দল বিশেষ করে বিজেপির দ্রুত সমর্থক বৃদ্ধিকে মাথায় রেখে এই সফর বলে মনে করা হচ্ছে।

এদিকে, দলীয় নেত্রীর এই সভাতে রেকর্ড সংখ্যক জনসমাবেশ করতে তৎপর হয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। জেলার প্রতিটি ব্লকে প্রস্তুতি সভা ছাড়াও সভার প্রচার চলছে ট্যাবলোর মাধ্যমে। জেলা সদর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে লাগানো হয়েছে হোর্ডিং।দলীয় সভানেত্রীর সভাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল। এ কথা জানিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালী বলেন, “লক্ষাধিক জনসমাবেশ ঘটবে এবারের রাজনৈতিক সভায়। তার জন্য প্রয়োজনীয় প্রচার ও ব্যবস্থা নেওয়া হয়েছে। রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন। এই সভার যাতে পাল্টা সভা করতে না পারেন তার জন্য ২ লক্ষ মানুষকে সভায় উপস্থিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, কাশীপুরে ১০ জানুয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা জয়পুরে করবেন এবং ডবল লোক সমাবেশ করে দেখিয়ে দেবেন। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলতে তৎপর হয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল।

কোভিড প্রতিহত করতে টিকাকরণ শুরু হলেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কোনও ভাবেই শিথিলতা দেখানো নয় বরং সভা মঞ্চ এবং কাছাকাছি সংরক্ষিত এলাকায় যাঁরা থাকবেন তাঁদের কোভিড পরীক্ষা করা হচ্ছে। সার্কিট হাউসের প্রবেশ পথে বসানো হয়েছে জীবানুমুক্তকরণ টানেল। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *