আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি:
রবিবার বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দর সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। এছাড়াও আরও কয়েকজন নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি ও চেয়ারম্যান বিধায়ক দিনেন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে দলের বিভিন্ন পদের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন।
বিজেপির জেলা শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দর সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। সেই সঙ্গে তাকে তৃণমূলের জেলা কমিটির সম্পাদক করা হয়েছে। এছাড়াও বিজেপি ছেড়ে আসা রাজদীপ গুহ, অজয় চ্যাটার্জি, সজল প্রসাদ রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাদের তৃণমূলের জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে রবিবার ক্রিশ্চান কমিউনিটির ১০০ জন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের মধ্যে শুভজিৎ
জানাকে সভাপতি, রোহিত জানা’কে সহ-সভাপতি ও অভিজিৎ জানা’কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, ক্রিশ্চানদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিতে আর কারা থাকবেন তা ওই তিনজন বসে ঠিক করবেন। সেই সঙ্গে তিনি বলেন, দলের জেলা কমিটিতে আরও কয়েকজনকে বিভিন্ন পদের দায়িত্ব দেওয়া হবে। সেটা সাংবাদিক সম্মেলন করে জানানো হবে। তিনি বলেন, দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেনের নির্দেশ অনুযায়ী শৈলেন্দর সিং’কে তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে ও দলের জেলা কমিটির সম্পাদক করা হয়েছে। সেই সঙ্গে তাকে শুধু খড়্গপুর শিল্পাঞ্চল নয় জেলার বিভিন্ন এলাকায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।