টুইট-যুদ্ধ আদালতে, হিন্দু ধর্মে আঘাতের অভিযোগে অভিনেত্রী সায়নীর বিরুদ্ধে মামলা তথাগত রায়ের

রাজেন রায়, কলকাতা, ১৭ জানুয়ারি: বাংলা বৈদ্যুতিন সংবাদমাধ্যম চ্যানেলে অভিনেত্রী সায়নী জয় শ্রীরাম ধ্বনি নিয়ে নিজস্ব মন্তব্য রাখার পর তাকে টুইটারে জবাব দিয়েছিলেন প্রবীণ রাজনীতিক কথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। কিন্তু সেই মন্তব্যের জবাবে সায়নী টুইটারে তাকে যা বলেছিলেন তার প্রত্যুত্তরে ক্ষ্যামা দে মা লক্ষ্মী বলে তিনি সেই মুহূর্তে থেমে গেলেও তার যে ভালো লাগেনি, তার প্রমাণ পাওয়া গেল রবিবার। টলি অভিনেত্রীর বিরুদ্ধে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করার দায়ে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করলেন তিনি। তবে তার সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নয়, বরং কয়েক বছর আগে সায়নীর টুইটার অ্যাকাউন্টে একটি ছবি নিয়ে অভিযোগ করেছেন তিনি।

তথাগত রায় তাঁর টুইটার প্রোফাইলে অভিযোগপত্রের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, ২০১৫ সালে অভিনেত্রী সায়নী ঘোষের টুইটার হ্যান্ডল থেকে একটি গ্রাফিক্স শেয়ার হয়েছিল। একটি শিবলিঙ্গের ছবিতে কন্ডোম পরাচ্ছে এক মহিলা। মহিলাকে এডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রাফিকের ভিতরে লেখা, ‘বুলাদির শিবরাত্রি।’ ক্যাপশনে ছিল, ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর’।

বিজেপি নেতা তথাগত রায়ের অভিযোগ, হিন্দু ধর্মের পবিত্রতাকে এভাবেই আঘাত করেছেন সায়নী। শনিবার কলকাতার রবীন্দ্র সরোবর থানায় সায়নী ঘোষের বিরুদ্ধে এই অভিযোগে মামলা রুজু করেছেন তিনি। তার অভিযোগে তিনি লিখেছেন, ‘আমি শিবের ভক্ত। ১৯৯৬ সালে শিবের পুজো দেওয়ার জন্য পায়ে হেঁটে কৈলাস-মানস সরোবর যাত্রা করেছিলাম। অভিনেত্রী সায়নী ঘোষের এই ছবিটি দেখে আমার ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে। আমার আর্জি, আপনারা এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করুন সায়নী ঘোষের বিরুদ্ধে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *