Chandrakona, TMC, চন্দ্রকোনায় তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, প্রতিবাদ করতেই খাদ্য কর্মাধ্যক্ষের স্বামীকে প্রাণনাশের হুমকি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতেই খাদ্য কর্মাধ্যক্ষের স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মৌলা গ্রামের বটতলা এলাকায়।

জানাগেছে, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি তৃণমূলের দলীয় পতাকা বাঁধা ছিল একটি বটগাছে। গতকাল দুপুর তিনটে নাগাদ তৃণমূলের দলীয় পতাকা পোড়াচ্ছিল ওই গ্রামেরই রঘুনাথ মন্ডলের ছেলে সুমিত মন্ডল নাম যুবক। সেই খবর পৌছায় চন্দ্রকোনা এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের স্বামী উত্তম মন্ডলের কাছে। খবর পেতেই ওই এলাকায় ছুটে যান তিনি। ওই যুবককে পতাকা পোড়াতে বারণ করলে উত্তম মন্ডলকে অকথ্য ভাষায় গালাগালি করে ও পরে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ। এই অবস্থায় উত্তম মন্ডল পুলিশকে ঘটনাটি জানালে তড়িঘড়ি রাজীবনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই যুবককের বাড়িতে ও গ্রামে গিয়ে খোঁজ চালায়। কিন্ত ওই যুবক বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা যায়। তবে কেন সে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনা নিয়ে ওই যুবককের বাড়ির কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি।

মৌলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি মৃণাল দাস জানান, প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি। প্রশাসনিক ভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *