আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: বিয়ের তিন বছর পরেও শ্বশুরবাড়িতে ঠাঁই না হওয়ায় শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষিরিন্দা এলাকায়।
বছর তিনেক আগে মেদিনীপুর শহরের বড় বাজার এলাকার এক যুবতীকে মন্দিরে বিয়ে করে পিংলার যুবক অনির্বাণ দে। তবে বাবা মার অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘদিন বউকে নিয়ে ঘরমুখো হয়নি অনির্বাণ। ২০১৯ সালের ডিসেম্বর মাসে মেয়েটিকে মেদিনীপুরে ভাড়া বাড়িতে রেখে চম্পট দেয় অনির্বাণ। এরপর বারবার অনির্বাণ ও তার পরিবারের সাথে যোগাযোগ করেও কোনো সাড়া না মেলায় অবশেষে পিংলার খিরিন্দায় তার শ্বশুরবাড়িতে গিয়ে ধর্নায় বসেছে মেদিনীপুর শহরের ওই যুবতী।
যদিও যুবকের পরিবারের অভিযোগ, অনির্বাণের সাথে প্রতারণা করে নানাভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালাচ্ছে ওই যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিংলা থানার পুলিশ। মেয়েটিকে থানায় নিয়ে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।