ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন ও তামাক বিরোধী সচেতনতা শিবির

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে অবস্থিত ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় বৃহস্পতিবার পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস। পাশাপাশি অনুষ্ঠিত হল তামাক বিরোধী সচেতনতা শিবির। এই কর্মসূচিতে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান মহাবিদ্যালয়ের সম্পাদক মিঠুন বারিক। আলোচনায় অংশ নেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়দেব বর্মণ। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষে স্লাইড শোয়ের সাহায্যে আলোচনা করেন কৌশিক মান্না ও স্বাতীলেখা মান্না। পাশাপাশি এই উপলক্ষ্যে মহাবিদ্যালয় প্রাঙ্গণে মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিচালায় এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মিহির কুমার বারিক, ছিলেন প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক তথা কলেজের কো-অর্ডিনেটর শিশির কুমার মিশ্র, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস প্রমুখ। কলেজের পক্ষে অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনা করেন অরিজিৎ সিনহা ও সুলগ্না চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে কলেজের ছাত্র ছাত্রীদের পাশাপাশি স্থানীয় অধিবাসী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন সহেলী বেরা, আয়োষী কর ও অমিত মন্ডল। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার কিশোরীরাও অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *