জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: আবারও গৃহস্থের বাড়ির ভেতর থেকে উদ্ধার হল পূর্ণবয়স্ক খরিস সাপ। ঘটনাটি বেলদা থানার বড়মোহনপুর গ্রামের।
জানা যায়, বড়মোহনপুর গ্রামের বিষ্ণুপদ পতি বাবুর বাড়ির ভেতরে মাছ ধরার জালে জড়িয়েছিল সাপটি।তৎক্ষণাৎ সাপটিকে দেখতে পেয়ে বাড়ির সদস্য ও প্রতিবেশী ও বন্ধুরা কোনোওরকমে বাড়ির ভেতর থেকে বাইরে বের করে আনে।তবে বিপজ্জনক অবস্থায় জালে জড়িয়ে থাকায় সাপটি কোনও রকম ভাবে মুক্ত হতে পারছিল না। সেই সঙ্গে কেউ সাহস করে তা মুক্ত করারও চেষ্টা না করে খবর দেয় বেলদা বনবিভাগে। শেষমেশ দুপুর নাগাদ বনবিভাগের দুই কর্মী এসে দক্ষতার সঙ্গে কাঁচি দিয়ে জাল কেটে মুক্ত করে সাপটিকে। জালে জড়িয়ে থাকায় সাপটির শরীরে প্রচুর আঘাতের সৃষ্টি হয়েছে। তাই সাপটির চিকিৎসার প্রয়োজন আছে বলে তাদের সঙ্গে নিয়ে গেছেন বনকর্মীরা। প্রাথমিক চিকিৎসার পর ওকে আবার পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান উপস্থিত বন কর্মীরা।