সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ ফেব্রুয়ারি: চলন্ত অবস্থায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তুলো বোঝাই ট্রাক। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা চত্বরের যশোর রোডে। ঘটনার জেরে এলাকায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
গাইঘাটা থানার পুলিশ সূত্রে খবর, এ দিন থানার পাশে যশোর রোডে হঠাৎ একটি তুলো বোঝাই ট্রাকে আগুন লেগে যায়। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। আচমকা এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশও। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। আশপাশের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে নিরাপত্তায় আশ্রয় নেয়। মুহুর্তের মধ্যে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চলন্ত তুলোর গাড়িতে আগুন লাগায় যশোর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রাকটি ওভারলোড থাকায় রাস্তার ইলেক্ট্রিক পোস্ট থেকে গাড়িটিতে আগুন লেগে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।