বাল্যবিবাহ রোধ ও শিশু সুরক্ষা আইনের উপর কর্মশালা তমলুকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি :
বাল্যবিবাহের কুফল ও অন্যান্য শিশু সুরক্ষা আইনের উপর একদিনের সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হল তমলুকের মহেন্দ্র স্মৃতি সদনে। তমলুক মহকুমার অন্তর্গত প্রায় ২৫০ জন পুরোহিত, কাজী এবং ম্যারেজ রেজিস্ট্রার এই সচেতনতা কর্মশালায় অংশ নেয়।

পূর্ব মেদিনীপুরের জেলা সমাজ কল্যাণ দপ্তরের জেলা শিশু সুরক্ষা ইউনিটের আয়োজনে ও তাম্রলিপ্ত পৌরসভার সহযোগিতায় তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র স্মৃতি সদন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ৭টি থানার পুলিশ আধিকারিক বৃন্দও অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ্ত সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা অথরিটির সেক্রেটারি সুমন ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারপার্সন দীপেন্দ্র নারায়ণ রায়, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক, জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন ডক্টর দিলীপ কুমার দাস, জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য সেই প্রাণকৃষ্ণ দাস ও সর্বানি কর, তমলুক মহাকুমার পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সারদা গিরি, জেলা লিগ্যাল প্রবেশন অফিসার আলোক বেরা ও সমাজকর্মী সুমিতা দাস। উক্ত কর্মশালায় ধর্মমত নির্বিশেষে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের আগে কোনমতে বিয়ে নয় এই বার্তা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *