নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: ফের মাওবাদী তৃণমূল সম্পর্কের অভিযোগে সরব হলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দলের রাজ্য সদর দফতরে বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেন, আমি খবর পাচ্ছি জঙ্গল মহলে তৃণমূল মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠক করছেন। আগামী বিধানসভা ভোটে জেতার জন্য তৃণমূল মাওবাদী নেতাদের সঙ্গে তলে তলে বৈঠক করছেন। তবে এব্যাপারে বিজেপি চিন্তিত নয় বলে জানান দিলীপ ঘোষ। জঙ্গল মহলের মানুষ সবটাই বুঝতে পারছেন। তৃণমূল নেতাদের কাহিনী সবটাই দেখছেন। যতই প্রাক্তন মাওবাদী নেতাদের দলে ভেরাক, মানুষ রাজ্যের শাসক দলের সঙ্গে নেই। তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনেও হারবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
পাশাপাশি আসন্ন পুরভোট নিয়েও দল যে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে তাও পরিস্কার জানান তিনি। দলের রাজ্য সভাপতি বলেন, কয়েকদিনের মধ্যেই রাজ্য বিজেপির পূর্নাঙ্গ কমিটি গঠন হয়ে যাবে। তারপরই পুরভোটের প্রচারে বিজেপি নামবে বলে জানান দিলীপ ঘোষ।