পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তাই ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের আলাপচারিতা কর্মসূচি অনুষ্ঠিত হল। গত রবিবার পশ্চিম মেদিনীপুরের শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে এই সভা হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমবেত হন। দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাদের ক্ষোভ বিক্ষোভ শুনে তার সমাধান কিভাবে হবে তা নিয়ে আলোচনা হয়।তাছাড়া অন্যান্য নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামণি মান্ডির আহ্বানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল মহিলা কংগ্রেসের সহসভাপতি কবিতা রেহমান, মেদিনীপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান দীনেন রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর শহর মহিলা তৃনমূল সভাপতি মৌ রায়, প্রাথমিক শিক্ষক সেলের সভাপতি অখিল বন্ধু মহাপাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।