আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় মোবাইল ছেড়ে পালালো দুষ্কৃতী। সোমবার ভরদুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন জেলখানা মোড়ে। স্থানীয়দের দাবি, দু’জন দুষ্কৃতী এসেছিল। শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
এদিন স্থানীয় এক আয়ুর্বেদিক দোকানের ব্যবসায়ী রীমা দাস তাঁর দোকানে বসেছিলেন। সামনে ওই মহিলা তাঁর মোবাইল ও হাত ব্যাগ রেখেছিলেন। হঠাৎ করে অপরিচিত এক যুবক এসে ওই মহিলাকে জানায় দোকানের বাইরে রাখা তার জুতো অনেকটা দূরে চলে গিয়েছে। যুবকের কথা শুনে ওই মহিলা জুতো নিতে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। সেই সময় দোকানে রাখা মোবাইল নিয়ে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা ‘চোর চোর’ করে যুবকের পিছু নিয়েছিলেন। বেগতিক দেখে মোবাইল ফেলে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ব্যবসায়ী মহলে।
ব্যবসায়ী রীমা দাস বলেন, “আমার মোবাইলটি দোকান থেকে নিয়ে পালালোর চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। স্থানীয়রা পিছু নিতেই রাস্তায় মোবাইল ফেলে পালিয়ে যায়। দিনেদুপুরে এই ঘটনান খুবই খারাপ। পুলিশকে জানানো হবে।”
স্থানীয় ব্যবসায়ী প্রণয় বিশ্বাস বলেন, “চোর চোর বলে চিৎকার করার পরেও ট্র্যাফিক পুলিশ বা কেউ এগিয়ে আসেননি। কেউ এগিয়ে এলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারত।”