আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: দীর্ঘদিন থেকে বেতন বকেয়া জলপাইগুড়ির পুরসভার সাফাই কর্মীদের বলে অভিযোগ। সোমবার সাফাই কর্মীরা একজোট হয়ে পুরসভা ঘেরাও করে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন দেওয়ার দাবি তুললো। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি৷ এরপর পুর কর্তৃপক্ষ সাফাই কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসেন। পুরসভার দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে।
জলপাইগুড়ি পুরসভার মোট ২৫টি ওয়ার্ডে কয়েকশো সাফাই কর্মী কাজ করছে৷ তাদের বেতন প্রায় চার হাজার টাকা। এদিন জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের তরফে শহরে মিছিল করে পুরসভার হাজির হয়। পুলিশের বাধা টপকে পুরসভার ভিতরে প্রবেশ করে বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা। এরপর সাফাই কর্মীদের প্রতিনিধিরা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। এক সাফাই কর্মী অমর রাউত বলেন, “বেতন বাড়ানো হবে বার বার বললেও আজও বেতন বাড়েনি। এই কারণে বিক্ষোভ আন্দোলন। দুই মাসের বেতন এখনও বকেয়া। কাজ না হলে সাফাই কর্মীরা একজোট হয়ে কাজ বন্ধ করে দেবে।”
আলোচনার পর সাফাই কর্মী প্রতাপ রাউত বলেন, “পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হল। বেতন বৃদ্ধি ও মহার্ঘভাতা দাবি করা হয়েছে। পুরসভা আশ্বাস দিয়েছে বেতন বৃদ্ধি করা হবে।”
পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “সাফাই কর্মীদের বেতন প্রথম আমাদের বোর্ড বাড়িয়েছে। তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনে বেতন বৃদ্ধি করা হবে।”