পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির সৃষ্টি হয়।
জানাগেছে, মঙ্গলবার পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের মনোনয়নপত্র জমা দেবার দ্বিতীয় দিনে ৫১টি আসনের জন্য ৫১ জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিতে যাবার পথে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের পথে আটকায়। এরপর তাদের ফিরে যাওয়ার জন্য ঠেলাঠেলি করা হয় বলে অভিযোগ। সিপিআইএমের প্রার্থী ও নেতা- কর্মীদের লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় দু’ পক্ষের দু’জন আহত হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব।
অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল, সেখানে অশান্তি করার জন্যই সিপিআইএম নেতা- কর্মীরা আসছিল। তাই তাদের বাধা দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা।