পার্থ খাঁড়া, আমাদের ভারতের, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: স্কুলের বেহাল ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতাশোল গ্রামের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়ের।
জানাযায়, ওই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণির মোট পড়ুয়ার সংখ্যা ২০ জন।দিন দিন কমেই চলেছে পড়ুয়ার সংখ্যা। তার কারণ ওই বিদ্যালয়ের পাশেই রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং। বছর কয়েক আগে দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিং- এ পঠনপাঠন শুরু করা হয়েছিল, এখন সেই নতুন বিল্ডিংয়েরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। শ্রেণিকক্ষের ভেতরের একাধিক জায়গায় ফাটল রয়েছে। ছাদের রড বেরিয়ে পড়া থেকে মাঝেমধ্যে চাঙড় খসে পড়ার ঘটনাও ঘটে। পুরনো ভাঙ্গা বিল্ডিংয়ে বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড়। স্কুলের এহেন বেহাল পরিকাঠামোয় দুশ্চিন্তায় অভিভাবকরা। তাদের দাবি, স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে ভয় লাগে, যদি কোনো দুর্ঘটনা যদি ঘটে সেই ভয়ে এই স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে অনিচ্ছুক তারা এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী ও অভিভাবকরা।তাদের অভিযোগ, বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, তবুও হাল ফেরেনি স্কুলের।
ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দোলুই জানান, আমরাও স্কুল চলাকালীন খুব ভয়ে ভয়ে থাকি, কারণ ওই ভাঙ্গা বিল্ডিং থাকার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।” চন্দ্রকোনার এই প্রাথমিক বিদ্যালয়ের হাল কি আদৌও ফিরবে? নাকি বড়সড় দুর্ঘটনার অপেক্ষায় বসে শিক্ষা দপ্তর থেকে প্রশাসন।