আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: অবশেষে মঙ্গলবার শিক্ষক-শিক্ষাকর্মীদের সাহায্যে বিক্ষোভকারী পড়ুয়াদের থেকে ঘেরাওমুক্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ-উপাচার্য। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও থাকার পর শেষ পর্যন্ত ক্যাম্পাস ছাড়েন ভাস্কর গুপ্ত।
মঙ্গলবার দুপুরে ওয়ার্কিং কমিটির মিটিং চলাকালীন ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা আজগুবি দাবি নিয়ে সেখানে প্রবেশ করেন। দীর্ঘ বাদানুবাদের পর অঙ্কে পাশ করানোর দাবি এবং স্কলারশিপের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কেই করাতে হবে— এই দাবি নিয়ে ঘেরাও শুরু করে পড়ুয়াদের একাংশ।
পড়ুয়াদের দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরীক্ষা কমিটির বৈঠক বসে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যদি এরকম মার্কশিট কারচুপির অভিযোগ থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল তার তদন্ত করে দেখবে।
ছাত্রদের তরফে দাবি ছিল, যাতে বৃত্তি চালু থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য জানায়, এ ব্যাপারে তাঁদের কিছু করণীয় নেই। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় তার অনড় মনোভাবই বজায় রাখল।