Modi, BJP, হিন্দুধর্মকে যারা ঘৃণা করেন তাদের দাসত্বের মানসিকতা এখনো কাটেনি, মহাকুম্ভ নিয়ে বিরোধীদের পাল্টা দিলেন মোদী

আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি: কেউ মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, কেউ বা ফালতু বলেছেন। পদপিষ্টের ঘটনার পর থেকে বিরোধীরা আক্রমণ শানিয়েছেন। তবে এই বাকযুদ্ধে প্রথম দিকে কোনো মন্তব্য না করলেও প্রধানমন্ত্রী মোদী এবার মুখ খুললেন।

মধ্যপ্রদেশের ছাতারপুরে বাঘেশ্বর ধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের শিলান্যাসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে বিরোধীদের মহাকুম্ভ পদপিষ্টের ঘটনা নিয়ে আক্রমণের পাল্টা জবাব দেন মোদী। তাঁর কথায়, আজকাল আমরা দেখতে পাচ্ছি যে, একাংশ নেতা ধর্ম নিয়ে উপহাস করছে। মানুষের মনে বিভাজনের বিষ ঢালছে। এমনকি এদের এসব কাজকর্মকে সমর্থন যোগাচ্ছে বিদেশী কিছু শক্তি। এদের দাসত্ব মানসিকতা এখনো কাটেনি। তবে হিন্দু ধর্মকে ঘৃণা করে এমন মানুষ নতুন নয়, এরা শতাব্দী ধরেই রয়েছেন।

এরপরে তাঁর আরো দাবি, এরা আমাদের ধর্ম, মন্দির, ঐতিহ্যের উপর বারবার আক্রমণ করার চেষ্টা করে। আমাদের ভাবনাকে কালিমালিপ্ত করতে চায়। ঐক্য ভাঙতে চায়। আর এটাই এদের অন্যতম ভীষণ চাহিদা।

সম্প্রতি মহাকুম্ভে ট্রেন ধরতে গিয়ে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়েছেন ১৮ জন। দেশের একাধিক জায়গায় এই একই ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। বারবার এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে কটাক্ষ করেছেন, আর তারপরই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। মহাকুম্ভকে ফালতু বলেও কটা করেছেন লালু প্রসাদ যাদব।

কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের হিন্দু বিরোধী বলে দাবি করছে বিজেপি। নরেন্দ্র মোদীও এবার খোলাখুলি কুম্ভের নিন্দুকদের হিন্দু বিরোধী বলেই দাবি করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *