Sukanta, BJP, পানাগড়ে ইভটিজিং! পশ্চিমবঙ্গ নারীদের জন্য জীবন্ত নরক, হাসপাতাল বা হাইওয়ে নিরাপত্তা নেই কোথাও, সরব সুকান্ত

আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি: হাসপাতাল হোক বা হাইওয়ে কোথাও নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গের মেয়েদের। পানাগড়ে ইভটিজিং- এর বলি হয়েছে এক ২৭ বছরের তরুণী। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার নারীরা সর্বত্রই অনিরাপদ। সর্বত্র তাদের জীবন ঝুঁকপূর্ণ। সেটা হাসপাতাল হোক বা হাইওয়ে। জাতীয় সড়কে একজন মহিলাকে দুর্বৃত্তরা হয়রানি করছিল, তাকে পিছু ধাওয়া করেছিল, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু পর্যন্ত হয়েছে।” কটাক্ষ করে সুকান্ত মজুমদার লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ নারীদের জন্য জীবন্ত নরকে পরিণত হয়েছে। প্রতিদিন নারীদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের খবর পাওয়া যায়, তবুও সরকার নীরব থাকে। ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে অপরাধীদের আশ্রয় দেয় তৃণমূলের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা, মাটি, মানুষ’ রক্ষা করার দাবি করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তার শাসন আমলে নারীদের ধর্ষণ, তাড়া, খুন এবং শেষে চাপ দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। তথাকথিত ‘মহিলা মুখ্যমন্ত্রী’ ভাবমূর্তি এখন কোথায়? যথেষ্ট হয়েছে।তৃণমূলের ‘জঙ্গলরাজ’ চলছে রাজ্যে। বাংলা নিরাপত্তা, ন্যায়বিচার এবং ভয় থেকে মুক্তি দাবি করে। নারীরা যখন ভয়ের মধ্যে বাস করছে তখন ‘মা-মাটি-মানুষ’ কোথায়?”

রাজ্যে জাতীয় সড়কেও বেলাগাম দুষ্কৃতিরাজের নজির দেখা গেল এবার পানাগড়ে। প্রায় ২০ কিলোমিটার পিছু ধাওয়া করে এক তরুণীকে কটুক্তি করা হয়, অশালীন ইঙ্গিত করা হয়, বারবার তার গাড়িতে ধাক্কা মারা হয়। শেষে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তরুণীর গাড়ি। ঘটনায় মৃত্যু হয় তরুণীর। কোথায় পুলিশ? কোথায় নজরদারি? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সমাজের বিভিন্ন স্তরে।

চন্দননগরের বাসিন্দা ২৭ বছরে সুতন্দ্রা চট্টোপাধ্যায়- এর একটি ইভেন ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে।এছাড়া একটি নাচের ট্রুপ রয়েছে। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে রবিবার রাত দশটা নাগাদ ৩জন সহকর্মীকে নিয়ে গাড়িতে ওঠেন সুতন্দ্রা। বুদবুদে একটি পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তারা। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় বারোটা। অভিযোগ, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটারের মধ্যে তরুণীর গাড়ির পিছু নেয় একটি সাদা গাড়ি। গাড়ির মধ্যে থেকে প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন। আচমকাই ওই গাড়ি এসে তরুণীর গাড়িতে ধাক্কা মারে। তাতে তরুণীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। ঘটনায় মৃত্যু হয় তরুণীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *