Arjin Singh, BJP, আজ খুব ভালো ঘুমাবো, আমি একটা ভুল থাকে বেরিয়ে আসতে পেরেছি: অর্জিন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মার্চ: তৃণমুলের প্রার্থী তালিকায় নাম না থাকায় বহু জল্পনার পর অবশেষে শুক্রবার দিল্লি উড়ে গিয়ে সরকারি ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপিতে যোগদানের পর শুক্রবার গভীর রাতে নিজের বাসভবনে ফিরে আসেন অর্জুন সিং। তিনি ফিরতেই তার অনুগামী ও বিজেপি কর্মীরা আনন্দ উৎসব শুরু করে দেয়। চলে বাজি ফাটানো।

এদিন সাংসদ অর্জুন সিং বাড়ি ফিরে সাংবাদিকদের বলেন, “আজ খুব ভালো ঘুমাবো.। আমি একটা ভুল করে ফেলেছিলাম, কিন্তু তার থাকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করবো। এই রাজ্যে বিজেপিকে খবু ভালো জায়গায় নিয়ে যাবো। তৃণমূল দলে কোনো শৃঙ্খলা নেই। নরেন্দ্র মোদীই একমাত্র পারেন পশ্চিমবঙ্গেকে এই অত্যাচারী শাসনের হাত থেকে বাঁচাতে। তৃণমূল দলে শুধু হার্মাদ, গুন্ডা, বদমাশ আর পুলিশ রয়েছে। আর কিছু নেই।”

এদিন সাংসদ অর্জুন সিং তৃণমুলের ভবিষ্যত নিয়ে দাবি করেন যে, “তৃণমুলের অবস্থা খুব খারাপ হতে চলেছে। ২০২৯ সালে ওয়ান ভোট ওয়ান নেশন হবে, কিন্তু তার আগে ২০২৬ সালে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে।তখন তৃণমূলের গুন্ডারা, যারা পুলিশি নিরাপত্তা নিয়ে যে অত্যাচার চালাচ্ছে তারা রাষ্ট্রপতি শাসন জারি হলে কোথায় থাকবে? ওদের উচিত এবার শুধরে যাওয়া।”

এদিন সাংসদে বিজেপিতে যোগ দেওয়ার পর জগদ্দল মেঘনা মোড় অঞ্চল গেরুয়া পতাকায় মুড়িয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *