আমাদের ভারত, ১৬ মার্চ: আগামী লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বিজেপির শক্তি আরও বাড়লো। শনিবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে মতুয়া মহা সংঘ, নমঃশূদ্র এবং উদ্বাস্তু সম্প্রদায়ের উত্তরবঙ্গের জেলা নেতৃত্বরা বিজেপিতে যোগদান করলেন। বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির বিভিন্ন সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব মূলত মহা সংঘ, নমঃশূদ্র এবং উদ্বাস্তু সম্প্রদায়ের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রধানরা বিজেপিতে যোগদান করেন।
যোগদানকারীরা এর আগে তৃণমূলের মতুয়া সম্প্রদায়ের সমর্থনকারী ছিলেন। আজ তারা বিজেপিতে যোগদান করলেন। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং সহ বিভিন্ন জেলা থেকে মতুয়া সংঘের কার্যকর্তারা বিজেপিতে যোগদান করেন। এই বিষয়ে বিজেপিতে যোগদানের পর মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গ জোনের অবজারভার প্রশান্ত বিশ্বাস জানান, এরপর তারা জেলার মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপির পতাকা তুলে দেবেন। অর্থাৎ আজকের এই যোগদানের ফলে উত্তরবঙ্গের মতুয়া সম্প্রদায় এবং নমঃশূদ্র সম্প্রদায়ের ভোট লোকসভায় বিজেপির পক্ষে যাবে তা বলাই বাহুল্য।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, কলকাতায় হওয়ার কথা ছিল এই যোগদানের অনুষ্ঠান, কিন্তু ভোট প্রচারের কারণে তিনি জেলায় থাকায় বালুরঘাটে যোগদান অনুষ্ঠান হয়। সিএএ লাগুর প্রতিশ্রুতি পূরণের ফলে মতুয়ারা খুশি হয়ে তাদের সংগঠনে যোগদান করছে। আর এর ফলে তাদের দল আরও শক্তিশালী হবে বলেই তিনি মনে করেন।