Lok Sabha elections, seven phases, সাত দফায় হবে লোকসভা নির্বাচন, শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন

আমাদের ভারত, ১৬ মার্চ: লোকসভা ভোট হবে সাত দফায়। আগামী ১৯ এপ্রিল শুরু হবে ভোট। ফল প্রকাশ হবে ৪ জুন। লোকসভা নির্বাচনের সঙ্গে চার রাজ্যের বিধানসভা ভোটও হবে। সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে সাত দফায় ভোটের কথা ঘোষণা করেন। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশে বিধানসভার ভোট হবে ১৩ মে। অরুণাচল প্রদেশে হবে ১৯ এপ্রিল। অন্যদিকে ২৬টি বিধানসভার উপ নির্বাচন লোকসভা ভোটের সঙ্গেই হবে।

১৯ এপ্রিলের পর দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ৩০ মে, ষষ্ঠ দফা ২৬ মে, সপ্তম এবং শেষ দফা ১ জুন।

রাজীব কুমার আরো বলেন, এদিন থেকেই আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেল। সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ ভাবে কাজ করতে হবে। সম চোখে দেখতে হবে সকল রাজনৈতিক দলকে। মাঠে নেমে কাজ করতে হবে। নিচু তলা পর্যন্ত আধিকারিকরা যাতে নিরপেক্ষ ভাবে কাজ করেন তার নিশ্চয়তা কমিশনের আধিকারিকদের দিতে হবে। ভোটার কিংবা প্রার্থীদের কাছে যেন কোনো হুমকি বা সতর্কতা না পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে।

ভোটারদের আস্থা অর্জন করতে অনেক আগে থেকে আধা সেনা মোতায়েন করতে হবে। জেলাশাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বাহিনী মোতায়েন করতে হবে। বাহিনী মোতায়েন বিষয়ে সাপ্তাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে হবে। যদি কোথাও কোনো গন্ডগোলের খবর আসে, সেখানে সঙ্গে সঙ্গে পর্যবেক্ষক পাঠাতে হবে। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো সিভিক ভলান্টিয়ার এবং চুক্তিতে নেওয়া কর্মীদের ভোটের কোনো কাজে অথবা নিরাপত্তার কাজে ব্যবহার করা যাবে না। যে কোনো অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এবার ১ কোটি ৮৫ লক্ষ নতুন ভোটার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *