একনজরে দেখে নিন বাংলায় কবে কোথায় ভোট

আমাদের ভারত, ১৬ জুন: লোকসভা ভোটের দামামা বেজে গেল। শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছেন। ১৮তম লোকসভা নির্বাচন ৭ দফায় অনুষ্ঠিত হবে। সাত দফায় ভোট হবে পশ্চিমবঙ্গেও। একইসঙ্গে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পশ্চিমবঙ্গের মালদহের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগরে উপনির্বাচন হবে। ভগবানগোলায় উপনির্বাচন হবে ৭ মে এবং ১ জুন উপ নির্বাচন হবে বরানগরে।

প্রথম দফায় ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট হবে।

দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে ভোট হবে।

তৃতীয় দফা, ৭ মে- ভোট হবে মালদা উত্তর, মালদা, দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে।

চতুর্থ দফা ১৩ মে- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল কেন্দ্রে ভোট হবে।

পঞ্চম দফা ২০ মে- শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেরিয়া, আরামবাগে ভোট হবে।

ষষ্ঠ দফা ২৫ মে- পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুরে, ভোট হবে।

সপ্তম দফা ১ জুন- উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট হবে।

ভোট গণনা হবে ৪ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *