আমাদের ভারত, ৩০ জানুয়ারি: মহাকুম্ভের দুর্ঘটনায় যোগী প্রশাসনকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বৃহস্পতিবার কুণাল ঘোষ লিখেছেন, “কুম্ভ মেলার মৃত্যুমিছিল, চরম অব্যবস্থা, পরিকল্পনার অভাব, ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যর্থতা, যোগী প্রশাসনের অপদার্থতা নিয়ে রাজ্য বিজেপি নীরব কেন?
গঙ্গাসাগর যেতে হয় সাড়ে তিন কিমি নদী পেরিয়ে, পরিকল্পনা- পরিকাঠামো থাকে, মুখ্যমন্ত্রীর নজরদারি থাকে, মন্ত্রী শীর্ষকর্তারা গিয়ে আগলে রাখেন, কেন্দ্রের কোনো সাহায্য থাকে না; তাতে নির্বিঘ্নে।
আর উত্তরপ্রদেশ? উল্টো। সর্বনাশা। শুনলাম যোগীশিবির চক্রান্তের কথা বলছে। যদি তাই হয়, কারা সেটা করল? যে বা যারা দিল্লির রাজনীতিতে যোগীর উত্থান চায় না, তারা? ইঙ্গিত কি নিজেদের দলের দিকে? স্পষ্ট করে বলবেন?”