সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ জানুয়ারি: বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র তামলীবাঁধ এলাকাতেই পুকুর বুজিয়ে বাড়ি তৈরির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা থেকে পরিবেশবাদীরা ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তাদের অভিযোগ, সব জেনে শুনেও চুপ রয়েছেন স্থানীয় কাউন্সিলর।
স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠন মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডস- এর অভিযোগ, অত্যন্ত পরিকল্পনা করে পুকুর বোজানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পুকুরটিকে ঘিরে ফেলে ট্রলিতে করে মাটি, রাবিশ ও আবর্জনা এনে তা ফেলে পুকুরটি বোজানো হচ্ছিল। ইতিমধ্যে পুকুরটির বেশিরভাগ অংশ বুজিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, পুকুরটি ভরাট করে সেখানে বাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে পুকুর মালিক। তারা পুর কাউন্সিলরের দ্বারস্থও হয়েছিলেন, কিন্তু এখনও কোন ব্যবস্থা নেননি কাউন্সিলর।
পরিবেশবাদী সংস্থাটির সভাপতি সঙ্গীতা ধর বিশ্বাস বলেন, বাঁকুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তামলীবাঁধ বাগানবস্তি এলাকায় এরকম ঘটনা ঘটলে জেলায় পুকুর ও জলাভূমির নিরাপত্তা কোথায়। বাগানবস্তি পুকুরে সান বাঁধানো ঘাটও ছিল স্থানীয় বাসিন্দাদের ব্যবহারের জন্য। স্নান, কাপড়জামা কাচা, বাসন ধোয়া থেকে শুরু করে সব গৃহস্থালির কাজে পুকুরটির জল ব্যবহার করতেন স্থানীয়রা। সেই পুকুরটি ভরাট করে দিচ্ছেন পুকুরের মালিক। তিনি পরোক্ষ ভাবে পুকুর ভরাটের কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন। তাঁর বক্তব্য, পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে এমনিতেই। জমির চরিত্র পরিবর্তন করে তবেই সেখানে তিনি বাড়ি তৈরি করবেন।
তবে এবিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাঁকুড়া পুরসভা। পুরসভার বক্তব্য, এভাবে পুকুর ভরাট করে সেই জমির চরিত্র বদল করা যায় না। তা জলা হিসাবেই থেকে যায়।পুকুরের মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।