আমাদের ভারত, ৩০ জানুয়ারি: গান্ধী-হত্যাকাণ্ডে সমর্থন জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে এক্স-বার্তায় পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, “যে কোনো নরহত্যাই নিন্দা ও ঘৃণার যোগ্য। কিন্তু যখন সেই নরহত্যা কোনো ব্যক্তিগত লাভের দ্বারা তাড়িত না হয়ে কোনো বৃহত্তর উদ্দেশ্যে সাধিত হয় তখন হত্যাকে নিন্দা করার পাশাপাশি উদ্দেশ্যের প্রতিও নজর দেওয়া দরকার।
৩০শে জানুয়ারি ১৯৪৮ তারিখে মোহনদাস গান্ধীর হত্যাও এই শ্রেণিতে পড়ে। ভারত পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা দেবে- এই যুক্তিহীন দাবি, যা মোহনদাস সমর্থন করেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদের এই রাস্তা বেছে নিয়েছিলেন আততায়ী।”