আমাদের ভারত, ৩০ জানুয়ারি: “সর্বোচ্চ সতর্কতাও এই ধরনের দুর্ঘটনা রোধ করতে পারে না।” মহাকুম্ভের বিপর্যয় সম্পর্কে এমনই মন্তব্য করলেন তথাগত রায়।
বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “২০১৫ সালের ২৪শে সেপ্টেম্বর মক্কার মিনা-তে পদপিষ্ট হয়ে দু’হাজারের উপর হজযাত্রীর মৃত্যু হয়। এরা সবাই ‘শয়তানকে ঢিল মারার’ অনুষ্ঠানে যাচ্ছিল।
এর সঙ্গে মহাকুম্ভের ৩০ জন যাত্রীর অত্যন্ত দুঃখজনক মৃত্যুর কোনো সম্বন্ধ নেই। ধর্মবিশ্বাসে অনুপ্রাণিত হয়ে মানুষ যখন বিরাট সংখ্যায় একত্র হয় তখন এই ধরণের দুর্ঘটনা প্রাণপণ চেষ্টা করেও এড়ানো যায় না।” এই বার্তা যুক্ত করা হয়েছে যোগী আদিত্যনাথের এক্স-হ্যাণ্ডলের সঙ্গে।