আমাদের ভারত, ৩১ মার্চ: মোথাবাড়ির হিংসার ঘটনায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ ইদ উপলক্ষে রেড রোডের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জবাবে মোথাবাড়ি নিয়ে পাল্টা প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, রাজ্যে হিংসা ছড়ানোর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।
মোথাবাড়ির ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। সংবাদ সংস্থা এএনআইকে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দাঙ্গা তৃণমূল করাচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে হিংসার ঘটনার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে। যারা হিন্দু দেবদেবী, ভগবান রামকে নিয়ে অপশব্দ প্রয়োগ করেছে, হিন্দুদের বাড়ি পুড়িয়েছে, থানায় আগুন লাগানোর চেষ্টা করেছে, এখনো প্রমাণ আছে সেগুলোর। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক কেন পদক্ষেপ করা হলো না?
তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেন। সিপিএমও তোষণের রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম একই সঙ্গে এই তোষণের রাজনীতি করে বলে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
এর আগে রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের সঙ্গে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে। আপনারা এটা ভাববেন না যে আপনারা একা। আমরা সবাই সব রকম ভাবে আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভাববেন না কোথাও কেউ বললে সেই নিষেধাজ্ঞা আপনাদের মেনে চলতে হবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কী হিন্দু। আমি বলেছি আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান, আমি ভারতীয়। তোমার কী করার ক্ষমতা আছে?” মমতা আরো বলেন, এরা ডিভাইড অ্যান্ড রুল চায়। আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎস্বর্গ। আমার জীবন সমস্ত ধর্ম, জাতির জন্য, সমস্ত সম্প্রদায়ের জন্য, সমস্ত পরিবারের জন্য। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। কেউ প্ররোচনা দিলে তাতে পা দেবেন না। এটাই ওদের পরিকল্পনা, ওটা ওদের প্ল্যানড গেম।”