আমাদের ভারত, ৩১ মার্চ: মোথাবাড়ির আবহে এবার রাজ্যে আরও এক জায়গায় মন্দিরে ভাঙ্গচুর করে তাণ্ডব লীলা চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গির নগরে। আর এই ঘটনায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলাদেশের মতো জিহাদি কায়দায় আক্রমণ হয়েছে এখানে।
জাহাঙ্গির নগরে কেশবপুর এলাকার একটি শীতলা মন্দিরের রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সমস্ত প্রতিমা ভেঙ্গে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় দেবী মূর্তি ভাঙ্গার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গির নগরের কেশবপুরে শীতলা মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব। দেখুন বাংলাদেশের জিহাদিদের কায়দায় রাতের অন্ধকারে মন্দিরে ভাঙ্গচুর চালাচ্ছে দুষ্কৃতীরা। হিন্দুদের আস্থার আশ্রয় স্থল মন্দিরে এভাবে ভাঙ্গচুর করা হয়েছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, এই ঘটনার তদন্ত করে কারা এর সঙ্গে জড়িত প্রকাশ না করলে বিজেপি খুব শীঘ্রই তৃণমূলের এই অপদার্থ পুলিশ প্রশাসনকে সমচিত জবাব দেবে।
ঘটনার নিন্দা করে সুকান্ত মজুমদার আরো লিখেছেন, তৃণমূলের তোষণের রাজনীতির জন্য এই অবস্থা। বিজেপি এর তীব্র প্রতিবাদ করেছে। মানুষ এর জবাব দেবে। শীতলা মন্দিরে ভাঙ্গচুরের ঘটনাকে বর্বরোচিত আক্রমণ বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
জানাগেছে, এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশ ও তৃণমূল নেতৃত্ব স্থানীয় বাসিন্দাদের ওপর চাপ দেয় ভাঙ্গা প্রতিমার মূর্তি সরিয়ে ফেলার জন্য।