আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: “দিনে ৬৪,০০০ পা হাঁটেন!!! এর থেকেই বোঝা যায় আপনি কতটা উজ্জীবিত!” বুধবার রাজ্যের শিল্পমেলায় শিল্পপতি মুকেশ অম্বানী এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, তাঁকে উদ্দেশ্য করে। আর তা নিয়েই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
অম্বানীর এই উক্তি-সহ বক্তব্যের সংক্ষিপ্তাসার প্রকাশিত সয়েছে একটি দৈনিকে। সেই খবরের কাটিং-সহ তথাগতবাবু লিখেছেন, “অর্থাৎ, আমাদের মাননীয়ার উচ্চতা অনুযায়ী দিনে চল্লিশ কিলোমিটারের মত হাঁটেন! ChatGPT বলছে মানুষের এক-একটি ধাপ গড়ে তার উচ্চতার ০.৪০-০.৪৫ গুণ।
ভারতের এক অগ্রগন্য শিল্পপতি প্রকাশ্যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিদ্রুপ করলেন! এ লজ্জা রাখব কোথায়?”