আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: আর এস এস নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্যে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু বৃহস্পতিবার এক্সবার্তায় লিখেছেন, “সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূলে আর এস এস- মুখী মনোভাব বাড়ছে। সুখবর। তবে সুজন খোঁজ নিয়ে দেখতে পারেন, তার নিজের দলেও বাড়ছে। কারণ সত্য কখনো চাপা থাকে না। মার্ক্স-লেনিন আর বাজারে কাটছে না, পোকায় কাটছে। ভারতের শাশ্বত চিন্তাধারাতেই নিহিত আছে কল্যাণ ও মুক্তি।”
জনৈক বিপ্লব বিশ্বাসের এক্সবার্তা এ দিন শেয়ার করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “দেশের সবচেয়ে বড় প্রাইভেট প্রাইমারি স্কুল নেটওয়ার্ক আর এস এস-এর। ভারতে সেক্যুলারিজম, গণতন্ত্রের নামে যেভাবে ইসলামিক জঙ্গী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, হিন্দু মেয়েদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করানো, ওয়াকফ বোর্ডের মাধ্যমে জমি দখল হয়েছে তাতে আর এস এস বাধা দিচ্ছে। এটা অনেকের সহ্য হচ্ছে না।”