রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি কর্মীদের ওপর যেসব কেস আছে তা তুলে দেবেন, বললেন দিলীপ ঘোষ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৬ নভেম্বর:
নদীয়ায় দিলীপ ঘোষ এসে বিজেপি সমর্থকদের কাঁচাবাঁশ রাখতে বললেন আত্মরক্ষার জন্য! আসাননগরে জনসভায় এসে কর্মীদের মনোবল চাঙ্গা করতে কাঁচা বাঁশ রাখতে বললেন আত্মরক্ষার জন্য, আর তৃণমূল যদি এক ঘা মারে তাহলে চার ঘা ফেরত দিতে ভুলে যাবেন না, বললেন বিজেপি কর্মীদের। গাঁজাকেস, অস্ত্র রাখার কেস, দাঙ্গা লাগানো কেস যা খুশি দিক পুলিশ, ক্ষমতায় আসলেই সকলের সমস্ত কিছু উঠিয়ে দেওয়া হবে। আসন্ন একুশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, দিদির দুষ্টু ভাইরা বাঁশ দেখে এবার আর ভোট লুট করতে আসার সাহস পাবে না! দিদির পুলিশ ভাইয়েরা গাছের তলায় বসে খৈনি খাবে, আর কেন্দ্রীয় ফোর্স ভোট করাবে।

আজকের জনসভায় বিপুল পরিমাণে বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় এবং উৎসাহ লক্ষ্য করা যায়। দিলীপ ঘোষ বাদেও রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, মহাদেব সরকার, মাফুজা খাতুন সহ বহু নেতৃত্বকে দেখা যায়। মঞ্চে ছিলেন বিজেপির জেলার সভাপতিসহ বিভিন্ন শাখাসংগঠনের জেলা স্তরের নেতৃবৃন্দ।
বিকাল তিনটের সময় তিনি এসে পৌঁছান আসাননগরে। এক ঘন্টা থাকার পর রানাঘাটের কুপার্স ক্যাম্পে আরেকটি সভার উদ্দেশ্যে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *