স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ নভেম্বর: “তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি সন্ধ্যার পর সুস্থ থাকেন না, তাঁর কথার পাঁচ পয়সা আমরা দাম দিই না। উনি কার্টুনের মতো সারাদিন লাফিয়ে লাফিয়ে কি বলেন সেটার কোনও গুরুত্ব নেই।” রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে মামলা করা উচিত বলে তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জির মন্তব্যের পালটা জবাব এভাবেই দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা সফরে এসে রায়গঞ্জে দলীয় জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের প্রতি এমন মন্তব্য করেছেন। সায়ন্তনবাবু বলেন, কল্যাণ বন্দোপাধ্যায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এরাজ্যে যদি তাঁর চিকিৎসার ব্যবস্থা না হয় তাহলে আমরা দিল্লিতে বলে দেব তাঁর চিকিৎসার ব্যাবস্থা হয়ে যাবে।
রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকরের নামে ১৮৬, ১৮৯ ধারায় ক্রিমিনাল কেস করার পরামর্শ দিয়েছেন কল্যাণ বন্দোপাধ্যায়। একজন রাজ্যপালের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এব্যাপারে বলেন, কল্যান বন্দোপাধ্যায় কোন অবস্থায় একথা বলেছিলেন! তিনি কি স্বাভাবিক অবস্থায় ছিলেন? নাকি অস্বাভাবিক অবস্থায় ছিলেন? কল্যাণ ব্যানার্জি বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, আর কি ধরনের অসুস্থ থাকেন সেটা তাঁর পাড়ার লোকেদের জিজ্ঞেস করলেই জানা যাবে। তবে একজন সুস্থ লোক রাজ্যপাল সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন না। কল্যাণ বন্দোপাধ্যায়ের কথার কোনও গুরুত্বই দেয় না বিজেপি। কল্যাণ বন্দোপাধ্যায়কে কার্টুন বলে অভিহিত করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এর পাশাপাশি সায়ন্তনবাবু এও বলেন নির্বাচনের আগে কালীঘাটের দুজন ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেস দলে থাকবেন না। সব বিধায়ক সাংসদ বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেন সায়ন্তন বসু।