দিলীপ ঘোষের আসার খবর না দেওয়ায় জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দলের একাংশের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৬ নভেম্বর:
দিলীপ ঘোষ জেলায় আসছেন সভা করবেন কিন্তু তাদের জানানো হয়নি, এই অভিযোগে বেশ কিছু নেতাকর্মী আজ বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ নদিয়া উত্তরের বিজেপির সভাপতি আশুতোষ পালের বিরুদ্ধে। আজ কৃষ্ণনগরে জেলা পার্টি অফিসে তারা বিক্ষোভ দেখায় জেলা সভাপতি আশুতোষ পালের বিরুদ্ধে।

আজ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নদীয়ার আসাননগর এসেছিলেন সভা করতে। অভিযোগ, নদিয়া উত্তরের জেলা সভাপতি আশুতোষ পাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসার খবর দলের বেশ কিছু নেতা এবং কর্মীদের জানাননি। রাজ্য সভাপতি আসার পর তারা জানতে পারেন। এতে তাদের সম্মানহানি হয়েছে বলে মনে করছেন।তাদের অভিযোগ, জেলা সভাপতি আশুতোষ পাল তাদের গুরুত্ব না দিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় নিজের লোকদের হাজির করেছেন। এই ঘটনা জানাজানি হতেই দলের অন্দরে বিক্ষোভ শুরু হয়। দলের নেতা কর্মীদের একাংশে অভিযোগ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে আশুবাবু দলের ক্ষতি করে চলেছেন। আরও অভিযোগ, জেলা সভাপতি আশুতোষ পাল তৃণমূলের কাছ থেকে পয়সা খেয়ে তৃণমূলের হয়ে কাজ করেন। এই অভিযোগ নিয়ে আজ দলের একাংশ জেলা সভাপতির বিরুদ্ধে জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড নিয়ে জেলা সভাপতির পদত্যাগও দাবি করেন।

বিজেপির নদীয়া জেলার উত্তরের সভাপতিআশুতোষ পাল জানান, “এটা দলীয় ব্যাপার। অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে। এ ব্যাপার নিয়ে আমি কিছু বলতে চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *