corona, আবার কি উদ্বেগ? বাংলায় করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত ৩০

আমাদের ভারত, ১৯ মে: মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পর এবার পশ্চিমবঙ্গে খোঁজ পাওয়া গেল করোনার নতুন উপপ্রজাতি কে পি ২ এর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায় করোনার নতুন প্রজাতিতে অন্তত ৩০ জন আক্রান্ত। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রিপোর্ট অনুযায়ী বাংলা থেকে গত চার মাসে বেশ কিছু নমুনা জিনোম সিকুয়েন্সের জন্য পাঠানো হয়। সেই নমুনাগুলি থেকে জানা গেছে, ৩০ জনের শরীরে কোভিডের কে পি ২ উপপ্রজাতির উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।

২০২০ সালের প্রথম থেকেই বিশ্বজুড়ে অতিমারি পরিস্থিতি তৈরি হয়েছিল। দীর্ঘ দু’বছর লড়াইয়ের পর অতিমারি পরিস্থিতি থেকে বেরিয়ে এলেও করোনা যে পুরোপুরি বিদায় নেবে না সেটা আগেই বলেছিল বিশেষজ্ঞরা। করোনার অভিঘাত কমেছে। আক্রান্তের ঢেউয়ের উচ্চতা কমেছে। কিন্তু বারবার ভিন্ন ভিন্ন রূপে করোনার আতঙ্ক ফিরেছে। এবার তার নতুন রূপ কে পি ২।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই করোনার কে পি ২ উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন অনেকে। সব থেকে বেশি সংক্রমিত রোগী আমেরিকায়। ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছে এই ভেরিয়েন্ট। কোভিডের ওমিক্রম প্রজাতির উপজাতি এই কেপি ২ দেশের একাধিক রাজ্যে ছড়িয়েছে। এই উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন রোগীরা। গত মার্চ মাসে দেশের মধ্যে মহারাষ্ট্রের প্রথমবার কে পি ২ টু- তে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল। এরপর থেকে কেরল, কর্ণাটকেও একাধিক রোগীর শরীরে এই সাব ভেরিয়েন্টের হদিস মেলে। এবার বাংলাতেও কে পি ২ উপজাতি আক্রান্ত রোগীর খোঁজ মিলল।

দেশে এখনো পর্যন্ত কে পি ২ উপপ্রজাতিতে আক্রান্ত ২৭২ জন রোগীকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেবি ২- তে আক্রান্ত হলে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। সঙ্গে সর্দি কাশি, গলা ব্যাথা, নাক বন্ধ হওয়া, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, ক্লান্তি ভাবের মত উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে। যদিও সর্তক থাকার সঙ্গে এখুনই এই সাব ভেরিয়েন্ট নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হতেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

One thought on “corona, আবার কি উদ্বেগ? বাংলায় করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত ৩০

  1. Pingback: corona, আবার কি উদ্বেগ? বাংলায় করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত ৩০ - এশিয়া বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *