সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মে:
ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। আগামী ১ তারিখে উত্তর ২৪ পরগনার বারাসত লোকসভা কেন্দ্রে নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল ১৫০টি সংখ্যালঘু পরিবার।
এদিন বারাসত বিধানসভার চাঁপাডালি মোড়ে পথসভা ও তৃণমূল থেকে আগত সংখ্যালঘু পরিবারদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি বলেন, “তৃণমূল সরকারের এই মুখোশ খুলে গিয়েছে। দুর্নীতি দেখতে দেখতে মানুষ বিরক্ত। তাই সে দলে আর থাকতে চাইছে না।” এছাড়া শুধু বারাসাত নয় দেগঙ্গা, হাবড়া, অশোকনগর সহ সাতটি বিধানসভার সংখ্যালঘু পরিবার আমার সঙ্গে আছে।
এই যোগদান নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ বারাসত ব্লক তৃণমূল সভাপতির। তাঁর দাবি, “ওই পরিবারগুলি একসময় বিজেপিতে ছিল। আজ বিজেপিতে যোগদান করল। এটা দেখিয়ে ওরা আসলে নাটক করছে।”