পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর চরম ব্যস্ততা লক্ষ্য করা যায় শহর থেকে গ্রাম সমস্ত এলাকায়। কিন্তু এবারে ঘাটালের চিত্রটা একটু অন্যরকম। বন্যার জল কমলেও দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি উঠে এসেছিল ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায়। দীর্ঘ প্রায় ১৪-১৫ দিনের এই বন্যায় বেশ কিছু জায়গায় জল কমলেও নিচু এলাকাগুলিতে এখনো জমে রয়েছে হাঁটু সমান জল। কোথাও আবার এক কোমর সমান জল। আর তাতেই চরম দুশ্চিন্তায় ঘাটালের পুজো কমিটির উদ্যোক্তারা।
অনেক আগেই খুঁটি পুজো করে মন্ডপ তৈরির কাজ শুরু করেছিল তারা। দীর্ঘ ১০ থেকে ১২ দিন বন্যার জলে ডুবে ছিল ওই পুজো মণ্ডপ গুলির প্রাথমিক পরিকাঠামোগুলি। বন্যার জল কিছুটা কমলেও ওই জায়গায় এখনো জমে রয়েছে জল। যে সমস্ত এলাকাগুলিতে জাকজমকপূর্ণভাবে চলত দুর্গাপুজো সেই সমস্ত এলাকায় জল জমে থাকায় পুজো কমিটির উদ্যোক্তারা যে থিমের কথা চিন্তা ভাবনা করাছিল তা বাতিল করে ও বাজেট কমিয়ে অন্য জায়গায় নতুন করে পুজো মন্ডপ তৈরির কাজ শুরু করেছেন তারা। তবে হাতেগোনা আর মাত্র কয়েকটা দিনের মধ্যে কিভাবে সমস্ত কিছু তৈরি করবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে তারা।