SUCI, Panshkura, একাধিক দাবিতে পাঁশকুড়া পৌরসভা ও বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন এসইউসিআই- এর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: যুদ্ধকালীন তৎপরতায় কাঁসাই নদী বাঁধের ভেঙ্গে যাওয়া স্থানগুলি দ্রুত মেরামত, নদী ও নিকাশী খাল সংস্কার করে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ, পাঁশকুড়া স্টেশন এলাকার নিকাশী ব্যবস্থার উন্নয়নে ড্রেনেজ প্ল্যান রূপায়ণ, বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণ ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ এসইউসিআই (কমিউনিস্ট)- এর পক্ষ থেকে পাঁশকুড়া পৌরসভা ও বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করা হয়।

দলের পক্ষ থেকে দাবি করা হয়, আগামী দু’ মাস বন্যা দুর্গত এলাকাগুলিতে পর্যাপ্ত পানীয় জল ও খাদ্যদ্রব্য সরবরাহ করতে হবে। কাঁসাই নদী ও সংশ্লিষ্ট খালগুলিকে অবিলম্বে সংস্কার করতে হবে। আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের লোকাল কমিটির সম্পাদক সুনীল জানা, সদস্য তপন নায়ক, আব্দুল মাসুদ, স্বপন বেরা, দীপঙ্কর মাইতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *