Kabiraj Bagan, Ultodanga, পুজোয় ‘গঙ্গার নীচে হাওড়া মেট্রো’ দেখাবে উল্টোডাঙার কবিরাজ বাগান

আমাদের ভারত, কলকাতা, ১ অক্টোবর: উল্টোডাঙায় কলকাতার ব‍্যস্তসমস্ত রাজপথ। ভোরের আলো ফুটতে না ফুটতেই এ তল্লাটে শুরু হয়ে যায় বিকিকিনির পসরা। পাল্লা দিয়ে বাড়তে থাকে চেনা, অচেনা মানুষের ভিড়। তার সঙ্গে তাল মিলিয়ে চলে উৎসবের আনাগোনা।

এদিকে পুজোর বাকি হাতে গোনা মাত্র ক’দিন। ঢাকের কাঠিতে বাদ‍্যি বেজে উঠেছে। আর উৎসবের এই মুহূর্তে মাতৃ আরাধনার কাজে পুরোদমে ব‍্যস্ত উল্টোডাঙা সংলগ্ন কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। দেখতে দেখতে এই পুজো ৫৯ বছরে পা দিল।

এ বছরে তাদের ভাবনা, “গঙ্গার নীচে হাওড়া মেট্রো।” বিগত কয়েক বছর ধরে কলকাতার থিম পুজোর ভিড়ে ‘কবিরাজ বাগান’ বেশ উল্লেখযোগ্য নাম। “গঙ্গার নীচে হাওড়া মেট্রো”র অভিনবত্ব ফুটিয়ে তুলতে কৃত্রিম উপায়ে হাওড়া ব্রিজ বানানো হয়েছে। সেখান থেকে এলইডি আলোর কারুকাজে প্রবহমান জলধারা দেখা যাবে।

কবিরাজ বাগানের এমন থিমের বিশেষত্ব হল, একসঙ্গে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর মন্দির, মেট্রো টানেল সহ মেট্রো রেল দেখা যাবে। কবিরাজ বাগান দুর্গাপুজোর সম্পাদক শম্ভু সাহা জানালেন, আমরা বরাবর অন‍্য রকম কিছু করতে চাই। এ বছরেও দর্শনার্থীরা আমাদের মণ্ডপে দক্ষিণেশ্বর থেকে হাওড়া পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করার অভিনব সুযোগ পাবেন। সে সুযোগ পেতে আসতে হবে কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে।

পুজোর উদ‍্যোক্তারা জানালেন, এবছর তাদের মণ্ডপ সেজে উঠবে দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া মেট্রো, গঙ্গা নদীর আবহে। সেই সঙ্গে কলকাতাবাসী খোদ উল্টোডাঙায় হাওড়া ব্রিজ ঘুরে দেখার বিরল সাক্ষী থাকবেন। আর এভাবেই কলকাতার দর্শনীয় স্থানের ঘেরাটোপে সেজে উঠছে মায়ের মণ্ডপ। দস্তুরমতো চলছে শেষ মুহূর্তের তোড়জোড়।

আর এমন অভিনবত্বেই শহর কলকাতাকে পুজোর ক’দিন ‘গঙ্গার নীচে হাওড়া মেট্রো’ দর্শন করাতে চলেছে কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *