পারুল খামারিয়া, আমাদের ভারত, হুগলি, ১ অক্টোবর: আজ হুগলি জেলার খানাকুল থানার অরুন্ডা গ্রামে ৬০০-এর অধিক বন্যার্ত মানুষদের খিচুড়ি খাওয়ানোর আয়োজন করে ‘দেশের মাটি কল্যাণ মন্দির।’ এই কাজে এগিয়ে আসেন দেশের মাটি কল্যাণ মন্দির-এর সদস্য অয়ন নাগা ও ধ্রুবজ্যোতি পাল।
এদিন সকাল থেকেই দেশের মাটির সদস্যরা মিলে রান্নার আয়োজন করেন। এর জন্য আগের দিন বাজার করে রাখেন তারা এবং গ্রামবাসীদের জানানো হয় যে তাদের খাবার দেওয়া হবে। অত্যন্ত খারাপ অবস্থায় প্রায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। বিভিন্ন সংস্থা গিয়েও সেবাকাজ করছে। সেই কাজে সালিম হলো দেশের মাটি কল্যাণ মন্দির। খাবার দেওয়ার খবর শুনে বন্যার্তরা আশান্বিত হন।
আজ রান্না করে গ্রামবাসীদের ডেকে আনা হয়। তারপর বসিয়ে সমস্ত গ্রামবাসীদের খিচুড়ি খাওয়ানো হয়। খাবার পেয়ে তারা ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর সদস্যদের আশীর্বাদ করেন।
এদিনের সেবাকাজের অন্যতম আয়োজক অয়ন নাগা বলেন, “গ্রামবাসীরা অত্যন্ত কষ্টে আছে দেখে দেশের মাটি কল্যাণ মন্দির-এর প্রতিষ্ঠাতা সদস্য শ্রী মিলন খামারিয়া ও উপদেষ্টা ড: কল্যাণ চক্রবর্তী – আমাদের গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তারপর আমি এবং ধ্রুবজ্যোতি পাল মিলে ‘সহকার ভারতী’র দাদা-ভাইদের সাহায্য নিয়ে এই সেবাকাজের আয়োজন করতে সক্ষম হয়েছি।”
এই সেবাকাজ প্রসঙ্গে ‘দেশের মাটি কল্যাণ মন্দির’- এর প্রতিষ্ঠাতা সদস্য মিলন খামারিয়া বলেন, “আমাদের রাজ্যের বিভিন্ন জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। গরিব মানুষদের ঘরবাড়ি ভেসে ও ভেঙ্গে গেছে। খাবার পর্যন্ত পাচ্ছেন না তারা। আমরা চেষ্টা করেছি গরিব মানুষের পাশে থাকার। আজ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সাহায্যে ঈশ্বরের কৃপায় আমরা এই বন্যার্ত মানুষদের মুখে অন্ন তুলে দিতে সক্ষম হয়েছি।”