আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর:
ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে কামারপুকুরের “আমাদের লেখালেখি” গ্রুপের সহযোগিতায় আজ ঘাটাল ব্লকের সওয়াই শান্তিনাথ জুনিয়র স্কুলে এক রিলিফ ক্যাম্পের আয়োজন করা হয়। ওই শিবির থেকে কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, দেবাশীষ মাইতি, শুভানুধ্যায়ী অনুভা বেরা (ধাড়া) এলাকার শতাধিক বন্যা দুর্গত মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।
এছাড়াও ওই স্থানে দুপুর থেকে মেডিকেল সার্ভিস সেন্টারের সহযোগিতায় চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ ভবানী শঙ্কর দাস। প্রায় ২৫০ জন বন্যা দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।