সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ অক্টোবর: আজ সকালে শহরের সিনেমা রোড এলাকায় ঘর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোতলা বাড়ির একটি ঘরের জানালার রেলিং-এ মহিলার মৃত দেহ ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকালে তাকে বাড়ির বাইরে হাঁটতে দেখা যায়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে তাকে দেখা যায়নি। এতেই প্রতিবেশীদের সন্দেহ হয়। বাড়ির আশপাশে তারা উঁকি দিয়ে দেখেন, জানালার রেলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই বৃদ্ধা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম সন্ধ্যা প্রামাণিক (৬৩)। মঙ্গলবার সকালে নিজের বাড়ির দোতলার একটি ঘরের জানালার রেলিং থেকে ওই মহিলার দেহ ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া সদর থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। এই ঘটনা নিছক আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই মহিলা এলাকায় বেশি মেলামেশা করতেন না। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সেক্ষেত্রে এই ঘটনাকে অনেকেই আত্মহত্যা বলে মনে করছেন। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।