Jagannath Sarkar, BJP, রানাঘাটে দুর্গাপুজো বন্ধের প্রতিবাদ, ধর্না অবস্থান সাংসদ জগন্নাথ সরকারের

আমাদের ভারত, নদিয়া, ১ অক্টোবর: রানাঘাটে ১২৫ ফুটের দুর্গা প্রতিমা নিয়ে বিতর্ক ও বাধা চলতে থাকায় উদ্যোক্তাদের প্রকাশ্য সমর্থনে নামলো বিজেপি।

মঙ্গলবার দলের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাতে লেখা, “ক্ষুদ্র রাজনীতির স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে রানাঘাটের ১২৫ ফুটের দুর্গা প্রতিমা। তারই প্রতিবাদে পূজা প্রাঙ্গণে অনির্দিষ্ট কালের জন্য ধর্ণা অবস্থান করছেন সাংসদ জগন্নাথ সরকার। যতক্ষণ না এই পুজোর অনুমতি মিলবে, ধর্ণা চলবে।” এই বার্তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে ধর্ণা স্থানের গুগুল মানচিত্র।

প্রসঙ্গত, নদিয়ার রানাঘাটে ১২৫ ফুটের দুর্গা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, পুলিশ সেই পুজোর জন্য অনুমতি দেয়নি। তাই অনুমতি চেয়ে পুজো কমিটির তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেই মামলায় জেলাশাসককে সিদ্ধান্ত নিতে বললো হাইকোর্ট। কিন্তু মুস্কিল আসান হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *