আমাদের ভারত, ২ জানুয়ারি: ফের একবার বাংলাদেশের সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ করেছে চট্টগ্রাম আদালত। এরপরেই প্রতিবেশী দেশকে নিশানা করেছেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। সেই সঙ্গে নিশানা করেছেন পশ্চিমবঙ্গ সরকারকেও।
বৃহস্পতিবার ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বাইরে ভারতের যে কোনো প্রান্তে যদি কোনো অনুপ্রবেশকারীকে ধরা হয় তাদের ঠিকানা এই পশ্চিমবাংলা থেকে মিলছে। আর মমতা দিদি ভোটের স্বার্থে এই কাজ করে বেড়াচ্ছেন। বাংলাদেশে যা হচ্ছে গোটা বিশ্ব দেখছে। এই সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বের হবে।’
বাংলাদেশ বিষয়ে বিজেপি সরকারের নীরবতার প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা বিছিয়ে বিছিয়ে রেখেছে তার জন্য মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত।’