পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাত নম্বর নয়াবসত অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্বর্ধনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার।
উল্লেখ্য, গত বিধানসভা উপনির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। এইদিন তাকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। এই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ, সুখদেব ভান্ডারী সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা। জানা গিয়েছে, এদিন প্রায় শতাধিক দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।