WBDF, আরজিকর-কাণ্ডে ‘প্রত্যেকটি লোকের বিচার’ চাইল ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম’

আমাদের ভারত, ২৭ আগস্ট: “আমরা আবারো বলছি আমরা এই পরিকল্পিত ঘৃণ্য অপরাধ এবং তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা প্রত্যেকটি লোকের বিচার চাই। কেউ যেন ছাড়া না পায়। নইলে রাজ্যের সাধারণ মানুষ এক হয়ে ন্যায় বিচার ছিনিয়ে আনবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানালো ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম’। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “আমরা গভীর দুঃখ এবং উষ্মার সঙ্গে দেখলাম যে এতদিন ধরে আমরা যেটা বলে আসছিলাম, সেটাই সত্যি বলে প্রমাণিত হলো। বিভিন্ন নিউজ চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখলাম যে আরজিকর-এর হতভাগ্য তরুণী ধর্ষিতা এবং খুন হওয়ার পরে সেই ঘরে অর্থাৎ অকুস্থলে একাধিক ব্যক্তি আনাগোনা করেছে সেদিন। তাদের মধ্যে বেশ কিছুজন কলেজের প্রাক্তন অধ্যক্ষ কুখ্যাত সন্দীপ ঘোষের অতীব ঘনিষ্ঠ।

আমরা ডাক্তারি পড়াকালীন ফরেন্সিক মেডিসিন এ পড়েছি “Crime scene” বা কোনো ঘটনার অকুস্থল এবং তৎসংলগ্ন এলাকা আটকে রাখা হয়, যাতে সেই অপরাধের তথ্যপ্রমাণ লোপাট না হয়। আর আমরা দেখলাম আর জি করে ঠিক তার উল্টোটা হয়েছে। পুলিশের সামনে প্রচুর লোক অকুস্থলে ঘোরাঘুরি করেছে।

কোন সময়ে? যখন আমাদের বোন ধর্ষিতা এবং খুন হয়ে পড়ে আছে সেখানে, যখন তার হতভাগ্য বাবা-মা ছটফট করছে বাইরে থেকে। তাদেরকে নিজের মেয়েকে দেখার অনুমতি দেওয়া হয়নি। এর থেকে নির্মম, এর থেকে নৃশংস, এর থেকে অমানবিক কিছু হয় বলে আমরা মনে করি না। এবং এই সমস্ত ব্যাপারটাই যে একই সূত্রে গাঁথা; অর্থাৎ ঘটনার পর একাধিক ঘনিষ্ঠ লোকজন নিয়ে এসে সত্য ঘটনা আড়াল করার শলা পরামর্শ এবং তথ্য প্রমাণ লোপাট, উপযুক্ত কোনো ওয়ার্ক অর্ডার ছাড়া স্বাস্থ্য দপ্তরের বড় কর্তার মৌখিক নির্দেশে চেস্ট ডিপার্টমেন্টে সংস্কারের নামে দেওয়াল ভাঙ্গা, এবং ১৪ আগস্ট রাতে দুষ্কৃতী বাহিনী এনে পরিকল্পিত গুন্ডামি। সব পরিকল্পনা এখন দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *