আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ আগস্ট: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানোর অভিযোগ উঠলো এক কাউন্সিলরের বিরুদ্ধে। হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি চালানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
অভিযোগ, জন্মাষ্টমীর রাতে নিজের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি চালায় কাউন্সিলর অশোক যাদব। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যদিও বিষয়টি সম্পূর্ণ স্বীকার করেছেন কাউন্সিলর অশোক যাদব। তিনি বলেন, “জন্মাষ্টমীর রাতে আনন্দ উৎসব চলছিল। আমাদের ওই ওয়ার্ডে জন্মাষ্টমী উপলক্ষে বাজি ফাটানো হয়। সবাই বাজি ফাটিয়ে আনন্দ করছিল। আমার কাছে যেহেতু লাইসেন্স পিস্তল আছে আমার ওয়ার্ডের আমার সহকর্মীরা আমাকে সেই সময় বলে দুটো রাউন্ড গুলি চালাতে। তারা আনন্দ উৎসবের মধ্যে বাজি ফাটানোর পাশাপাশি বারবার আমার ব্যক্তিগত বন্দুক দিয়ে গুলি চালানোর আবেদন করতে থাকে। সেই কারণেই আমি গুলিটি চালিয়েছি। প্রতি বছর আমাদের এখানে জন্মাষ্টমীতে বাজি ফাটে তবে এবার সবার অনুরোধে গুলি চালিয়েছি। তবে এটা আমার লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে দুই রাউন্ড গুলি চালিয়েছি।”
অপর দিকে এই গোটা ঘটনা সম্পর্কে পৌর প্রধান শুভঙ্কর ঘোষ বলেন, ওই অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তবে গোটা বিষয়টি নিয়ে কথা বলা হবে। কেনো উনি ওনার লাইসেন্স রিভলভার দিয়ে গুলি চালালেন সেটা প্রশাসন তদন্ত করে দেখবে।