সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮
জুন: বাঁকুড়া থেকে নির্বাচিত সাংসদ অরূপচক্রবর্তীকে আজ জেলা পরিষদের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। এই উপলক্ষে আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, জেলা শাসক সিয়াদ এন, বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার, জেলা থেকে নির্বাচিত বিধায়ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধিত করে জেলা শাসক সিয়াদ এন বলেন, আগামী ৫ বছরে আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল। প্রত্যুত্তরে অরূপ চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কাজ হয়েছে তা ভারতের অন্য কোনও রাজ্যে হয়নি। আগামী দিনে তার কাজ হবে বাঁকুড়ার সাথে সাথে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়াও রাজ্য ও বাঁকুড়ার বিষয়গুলিকে সংসদের নজরে আনা। এদিনের অনুষ্ঠানে সারা রবীন্দ্র ভবনে উপস্থিত কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল লক্ষণীয়।