Mejia, young man, মেজিয়ায় স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে প্রাণ গেল যুবকের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ জুন: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। পরে জল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আজ দুপুরে দামোদর নদের মেজিয়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

মেজিয়া থানার সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শেখ ফায়াজ(২২)। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ গির্জা পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বন্ধুদের সাথে দামোদর নদের মেজিয়া সেতুর উত্তর পাড়ের মথুরা চন্ডী ঘাটে স্নান করতে যান শেখ ফায়াজ। সেখানে কোনো ভাবে জলে তলিয়ে যান ওই যুবক।

মৃতের আত্মীয় শেখ শামিম বলেন, ৬ /৭ জন বন্ধু মিলে সাইকেলে করে মেজিয়ার মথুরা চন্ডী ঘাটে দামোদরের জলে স্নান করতে যান তারা। কি করে এই ঘটনা ঘটল বন্ধুরাও সঠিক ভাবে বলতে পারছে না। এখন দামোদরে খুব বেশি জলও নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া ও রানিগঞ্জের বল্লভপুর ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশির পর দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় মেজিয়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *