পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: রাজ্যজুড়ে বিদ্যুতের মাত্রাতিরিক্ত মাশুল বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিদ্যুত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির জেলা মহিলা মোর্চা ও যুব মোর্চা নেতৃত্বে।
দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই বিদ্যুতের মাশুল সর্বাধিক বলে অভিযোগ আন্দোলনকারীদের। অবিলম্বে মাশুল কমানোর দাবিতে গর্জে ওঠেন মহিলা মোর্চা ও যুব মোর্চার সদস্যরা।
এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত, যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্যরা।